মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। তবে কেউ আটক হয়নি।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে মোংলা কোস্ট গার্ড সদস্যরা স্থায়ী বন্দরের ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান চালান। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬৪ ক্যান বিয়ার জব্দ করে। জব্দকৃত বিয়ারের বাজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।
এদিকে, আগেভাগে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। বিয়ার ক্যান জব্দের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/এমআই