সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ ও বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি ও সুপারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই বিশাল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম