আইন শৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল। বুধবার দুপুরে (১৬ জুলাই) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তির সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন আলী।
বক্তব্য দেন তাঁতীদলের সদর উপজেলা আহবায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব ফজলে তুষার, পৌর আহবায়ক শাহরিয়ার হোসেন হাবিল ও সদস্য সচিব তরিকুল ইসলাম তুষার এবং জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারী জেলাতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এতে অংশ নেন।