সারাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা’র প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের ইবিরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান বাচ্চু ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান বাচ্চু ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডসহ সব ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল, জনগণের দল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননাকারী ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/নাজিম