রংপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর সদস্যরা। সোমবার রাত ১২টার দিকে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কোতোয়ালী থানা এলাকার হরিদেবপুর কদমতলি গ্রামে অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার এজাহারনামীয় আসামি মোঃ আবু মুসাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম শহীদুল ইসলাম।
র্যাব জানায় , গত ১৯ মে রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মোঃ নাঈম ইসলাম নামে এক পরীক্ষার্থী ইমো অ্যাপ ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি পাঠিয়ে উত্তর সংগ্রহ করছিলেন। বিষয়টি দায়িত্বরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আমিনুল হক দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করে পুলিশ হেফাজতে নেন। পরে তিনি রংপুর কোতোয়ালী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা করেন। ওই মামলার তদন্তে মোঃ আবু মুসার সংশ্লিষ্টতা বেরিয়ে এলে তাকে গ্রেফতারে তৎপর হয় র্যাব। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানাগেছে।
বিডি প্রতিদিন/এএ