রংপুরের মাদকের রমরমা ব্যবসা কিছতেই থামছে না। প্রায় প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন গাঁজা ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে। তার পরেও থামানো যাচ্ছেনা মাদকের ব্যবসা। সম্প্রতি গাঁজা পাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। গত দুই সপ্তাহে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্থ্রাণ অধিদপ্তরের কমপক্ষে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সেই সাথে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার ভোর রাতে র্যাব ১৩ রংপুর এর অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা হতে ১৫৪ কেজি গাঁজাসহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় ট্রাকের পিছনের বডিতে অবস্থিত তিনটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে হতে ১৫৪ কেজি গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল দিনাজপুরের ফুলবাড়ি উপঝেরার মামুন আকন্দের ছেরে রবিউল ইসলাম (৩) লালমনিরহাট জেলা আবুল কালাম আজাদের ছেলে মোঃ শাকিল আহমেদ ওরফে হৃদয় (২১)
এর দুইদিন আগে র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসাঢ গ্রেফতার করেছে। মীরবাগ বাজারের নিকট হলুদ রংয়ের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় কাইনয়া শহীদবাগ ইউনিয়নের মনছুর আলীর ছেলে শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। ১১ জুলাই দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা হতে ২০১ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।