জামালপুরে ট্রেনে কাটা পড়ে মারুফ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। নিহত মারুফ জামালপুর পৌরশহরের মাছিমপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ (২৪) মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিদ্যুৎ না থাকায় নিজের ঘর থেকে বাইরে বের হয়। এরপর সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। সকালে বাড়ির কাছে রেললাইনে তার দ্বিখন্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। গতরাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মারুফের।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। নিহত মারুফ মানসিকভাবে অসুস্থ্য ছিলো। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম