রংপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ও রেলওয়ে কর্মচারীদের দায়িত্বে গাফিলতির অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে স্টেশন কর্তৃপক্ষ ছাড়াও আনসার বাহিনীর একটি মোবাইল টিম উপস্থিত ছিল।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা স্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও অফিস কক্ষ ঘুরে দেখেন। তারা স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালনের মান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় স্টেশনের বাথরুম, প্ল্যাটফর্ম ও যাত্রী বিশ্রামাগারগুলো অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।
অভিযান শেষে দুদক উপ-পরিচালক মো. শাওন মিয়া সাংবাদিকদের বলেন, রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র। অথচ এখানে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার চিত্র অত্যন্ত নাজুক।
তিনি জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেড়েছে, তাই স্টেশন কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় এ বিষয়ে রিপোর্ট পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল