রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনপুর হাটের ইজারা নিয়ে ব্যবসায়ী কদম আলীকে কুপিয়ে হত্যার ঘটনার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন।
এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মো. মিজান মিয়া, মো. রাজিব শেখ, সদাশিবপুর গ্রামের মো. লিমন শেখ ও ঘোরামারা গ্রামের মো. সোহাগ ফকির।
নিহত কদম আলীর ভাই মো. আফজাল বলেন,‘আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকান্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাতে ২৭ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। আমি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সুষ্ঠ বিচার চাই।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা কদম আলী হত্যা মামলায় চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম