নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল (কিশোর গ্যাং) ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২৮ মে) বিকেলে আদমজী এলাকায় র্যাব-১১র ব্যাটেলিয়ান সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
এর আগে বুধবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি জব্দ করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরকাশীপুর এলাকার প্রয়াত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।
র্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, তারা দু’জন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।
এ কিশোর অপরাধী দলের সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ।
অভিযানে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ