ধান সিদ্ধ করা সিলভারের হাড়িতে জমা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টার পরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজের বাড়িতে দুই বছর বয়সী ওয়াঝিয়া আইরিন নামের ওই শিশুটির হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে। সে প্রবাসী সোহেল প্রামানিকের কন্যা।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি খাওয়ার পর নিজের ঘরে অন্য শিশুদের সাথে খেলায় মেতেছিল। মা রিপা খাতুন ছিলেন সংসার সামলাতে ব্যস্ত।
ঘরের চালার ডোঙ্গা থেকে আগের রাতে পরা বৃষ্টির পানি ধরা ছিল একটি মাঝারি আকৃতির সিলভারের হাড়িতে। বাড়ির লোকজনের অজান্তেই শিশুটি হাড়ির মধ্যে উপর হয়ে পরে যায়। বিষয়টি শিশুর ছোট চাচি লাভলীর নজরে আসে। শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইমলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ