পিরোজপুর জেলার কাউখালি উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেড়ে রোকেয়া বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতী গ্রামের এ ঘটনা ঘটে এবং দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম মারা যায় বলে জানান কাউখালী থানার ওসি মো: সোলায়মান।
নিহত রোকেয়া বেগম (৫৫) জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতী গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী।
নিহতরে ছেলে আবু সালেহ জানান, তাদের সাথে প্রতিবেশি প্রতিবেশী হাবিবুর রহমান আকনের ছেলে জাহাঙ্গীর আকন , আলমগীর আকন সহ তাদের পরিবারের সদস্যদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সকালে জোর পূর্বক তাদের জমি দখল করতে যায় জাহাঙ্গীর ও আলমগীর সহ তাদের পরিবারের সদস্য ও লোকজন। এ সময় তাদের বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় তার মা রোকেয়া বেগম বাধা দিতে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে তার বোন স্থানীয়দের সহযোগীতায় তার মাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে মাথার আঘাত গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
কাউখালী থানার ওসি মো: সোলায়মান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম