আন্ত:জেলা বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে জেলা বাস-মিনিবাস মালিক ও পরিবহণ শ্রমিকরা। এ সময় চরম বিপাকে পড়েন দূরপল্লার যাত্রীরা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসে ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে মালিক-পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় সড়কে বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করে জেলা বাস-মিনিবাস মালিক ও পরিবহন শ্রমিকরা। এ সময় রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে জামালপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিকদের সাথে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল-মামুন বৈঠকে বসেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সংস্কারের আশ্বাস দিলে ৩ ঘণ্টা পর বেলা দুইটার সময় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল-মামুন জানান, ইতিমধ্যেই বাস টার্মিনাল উন্নয়নের জন্য নব্বই লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন যে আপদকালীন সময়ের জন্য বাস টার্মিনাল সংস্কার করতে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল