ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের আলোচিত অলস ঘরে পুলিশ অভিযান চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ব্যতিক্রমী এবং সমাজের জন্য ক্ষতিকর সংগঠন অলস ঘরের সংবাদ প্রকাশের পর বুধবার (১৪ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাউকে আটক করা না হলেও ভবিষ্যতের জন্য সতর্ক করে অলস ঘর বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। সে সময় স্থানীয়রাও তাদের ভুল বুঝতে পারেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকারও করেন তারা।
অবশ্য পুলিশি অভিযান হতে পারে এমন সংবাদ আগেই টের পেয়ে আলস ঘর সংগঠনের সদস্যরা তাদের লাগানো সাইনবোর্ড খুলে ফেলেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কাজকে নিরুৎসাহিত করার জন্য সংগঠন থাকবে এটা দুঃখজনক। সবাইকে আজ সচেতন করার জন্য সেখানে গিয়েছি। ভবিষ্যতে এমন কাজে কেউ যুক্ত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অলসতা জীবনে সফলতা আনতে পারে না। তাই স্থানীয়দেরকে কর্মমুখর জীবন গড়ার পরামর্শও দিয়ে এসেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন