নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. শোভন আহমেদ সাদ্দাম নামে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পৌর শহরের চাঁদপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর দায়িত্বপ্রাপ্ত বিচারক (ভ্যাকেশান কোর্ট) শানু আকন্দ আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করে জেলহাজতে প্রেরণ করেন।
শোভন আহমেদ সাদ্দাম উপজেলা যুবলীগের ত্রাণ সম্পাদক ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লার ছেলে।
ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।