বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন থেকে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামাদিসহ দুই তরুণকে আটক করেছে র্যাব-৮। বুধবার দিবাগত গভীর রাতে আটক ও উদ্ধার অভিযান করা হয়।
আটককৃতরা হলেন চরকাউয়া এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. মিজান হাওলাদার (১৯) ও ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে নাইম হোসেন (২৫)।
র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে জানতে পারেন কিছু অসাধু ব্যক্তি জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। ধারাবাহিকতায় বুধবার দিনগত রাত দেড়টার দিকে চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি গ্রামের বড় মোল্লা বাড়ি সড়কে অভিযান করে। তখন জাল টাকার নোট ক্রয়-বিক্রয়ের সময় মিজান ও নাইমকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করে তার বাড়িতে জাল নোট তৈরি করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চরকাউয়া গ্রামে মিজানের ঘরে তল্লাশী করে এক লাখ ৮৫ হাজার টাকার বিভিন্ন জাল নোট, জাল নোট ছাপানোর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, চার বোতল প্রিন্টারের কালি, একটি মডেম, তিন প্রকারের বিভিন্ন আঠার কৌটা ও কয়েকটি ক্যাবল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা করে মহানগর পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল