দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেল্লাল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়ে তাকে বহিষ্কার করে পটুয়াখালী জেলা যুবদল। বুধবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বহিষ্কৃত বেল্লালের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তারা সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা যুবদল শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এই সিদ্ধান্ত কার্যকর করেন।
উল্লেখ্য, সোমবার মধ্যরাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে মো. বেল্লাল হোসেনসহ তার সহযোগীরা। ৯৯৯ -এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেল্লাল হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ