চাঁদপুরে ডিপ্লোমা ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে সমমান/ডিগ্রি পাস কোর্স করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে নার্সিংয়ের শিক্ষার্থীরা চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে শ্লোগান নিয়ে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
মানববন্ধনে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং এর শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় তারা ব্যানার ফেস্টুন নিয়ে- এইচএসসি'র পর ডিপ্লোমা নয়, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, ডিগ্রি মোদের অধিকার, বৈষম্যে নিরসন চাই - শ্লোগানে বর্তমান সরকারের কাছে দাবি তুলে ধরেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল