মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সদস্যসহ ৪০ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জন সীমান্ত অতিক্রম করে মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী আসামি। গতকাল দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমার এয়ারলাইনসের একটি বিমানযোগে তাদের ফেরত পাঠানো হয়েছে।
বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনাসহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল।
তারা কক্সবাজারে এত দিন বিজিবির হেফাজতে ছিল।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। এ ছাড়া কক্সবাজার জেলা কারাগারে সাজা ভোগ শেষে দেশটির ছয়জন নাগরিককেও একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা জানান, মিয়ানমারের সেনা, বিজিপি ও মামলায় সাজা ভোগকারীসহ ৪০ জন নাগরিককে মিয়ানমার এয়ারলাইনসের এটিআর-৭২ বিমানে ফেরত পাঠানো হয়েছে।