পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে বজ্রপাতে একটি বিশাল মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর হালকা বৃষ্টি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা তখন শ্রেণিকক্ষ ও অফিসে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ একটি বিকট শব্দে বজ্রপাত হয়। বৃষ্টি থামার পর বাইরে বেরিয়ে সবাই দেখতে পান, পদার্থবিজ্ঞান ভবনের সামনের একটি দীর্ঘ মেহগনিগাছ মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে পড়েছে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছটির প্রায় ২০ ফুট অংশ ফেটে দুই দিকে আলাদা হয়ে গেছে। গাছের ওপরের অংশে সবুজ পাতার ছায়া থাকলেও নিচের কাণ্ডের ভেতর দিক থেকে স্পষ্ট ফাঁটল দেখা যাচ্ছে। তবে গাছে কোনো পোড়া দাগ বা দাহ্যতার চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ক্যাম্পাসে ভিড় জমায়।
কলেজের অধ্যক্ষ মো. আবদুল আউয়াল মিয়া বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত গাছটি থেকে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। দ্রুত গাছটি অপসারণের ব্যবস্থা করা হবে।'
বিডি প্রতিদিন/মুসা