দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রনি নামের এক প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে। সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতের ভাইয়ের জামাই তানভীর হোসেন আদনান তার পরিবারকে জানিয়েছেন, তিনি ও তার চাচা শ্বশুর রবিউল ইসলাম রনি ঘটনার সময় ব্যক্তিগত গাড়িযোগে একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে পালানোর সময় এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। সেসময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে ড্রাইভিং সিটেই রনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্র আরো জানিয়েছে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য রয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রনির লাশ দেশে আসতে পারে বলে তার ভাইয়ের জামাই তানভীর হোসেন আদনান নিশ্চিত করেছেন।
এদিকে শৈলকূপা থানার ওসি মাসুম খাঁন বুধবার সকালে জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোন খবর পুলিশের কাছে নেই। বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোন ম্যাসেজ পাওয়া যায়নি। এদিকে রণির মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ