দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে নোয়াখালী জেলা বিএনপির ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মাহবুব আলমগীর আলোকে আহবায়ক, এ্যাড. এবিএম জাকারিয়াকে যুগ্ম আহবায়ক, মোঃ হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার ৬ মে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জেলা কমিটির অন্য সদস্যরা হলেন, গোলাম হায়দার বিএসসি, এ্যাড. আবদুর রহমান, এ্যাড. সালাহউদ্দিন কামরান, গিয়াস উদ্দিন সেলিম, এনায়েত উল্যাহ বাবুল, ফিরোজ আলম মতিন, এ্যাড কাজী কবির আহম্মেদ, এ্যাড আবদুল হক, কামাক্ষ্যা চন্দ্র দাস, শহিদুল ইসলাম কিরণ, আবদুল মোতালেব আপেল, আমিরুল ইসলাম শাহিন, কামরুজ্জামান হাফিজ, এ্যাড. রবিউল হাসান পলাশ, ওবায়দুল হক চেয়ারম্যান, আবদুল্যাহ আল মামুন, সলিম উল্যাহ বাহার হিরণ, ফজলুল হক খোকন, আবু নাছের, আবদুল মান্নান, গোলাম মোস্তফা সেলিম, এ্যাড. আবু হানিফ, আনোয়ারুল হক কামাল, হেলাল উদ্দিন টুটুল, জহির উদ্দিন হারুন, মোঃ আলাউদ্দিন, কামরুল হুদা চৌধুরী লিটন, নুর আলম শিকদার, মোস্তাফিজুর রহমান মঞ্জু, আবদুল মতিন লিটন, ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব, ওমর ফারুক টপি, বেলায়েত হোসেন স্বপন ও জামাল উদ্দিন বাবলু। মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা বিএনপির সদস্য ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা।