ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষা করা, স্বীকৃতি লাভ, স্বত্ত্ব নিশ্চিত করা প্রত্যেক গবেষক, উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিধি যত বাড়ছে, ততই ইন্টেলেকচুয়াল প্রপার্টির গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমান বিশ্বে উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। কিন্তু এসব উদ্ভাবন যদি সুরক্ষিত না থাকে, তবে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। তাই একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করার জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কে সচেতনতা খুবই জরুরি। মঙ্গলবার ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (এসিসিই) অ্যাডভাইজরি কমিটির সদস্য ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর সাবেক জেনারেল ম্যানেজার (অপারেশন) ড. মুহাম্মদ রবিউল আলম। রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের উপ-পরিচালক (পেটেন্ট) আমিন মোহাম্মদ তাজুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
বিশ্বব্যাপী ২৬ এপ্রিল ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে’ উদযাপনের অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুয়েটের আইকিউএসি-এর উদ্যোগে পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ডুয়েটের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।