বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে দুটি বসতঘর ও দুটি খড়ের গাদা পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়শিবাওয়া গ্রামে সোহেল শিকদার ও তার ভাই কাইউম শিকদারের দুটি বসতঘর ও দুটি খড়ের গাদায় আগুন দেয়া ঘটনা ঘটে।
দু’দিন আগের একটি মারপিটের ঘটনার জের ধরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুুলিশ।
মোরেলগঞ্জে থানার ওসি মো. রাজিব আল রশিদ জানান, দুদিন আগের উত্তর বড়শিবাওয়া গ্রামে মারপিটের একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তজনা বিরাজ করছিলো। সে কারনে ঘটনাস্থলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুলিশ ছিলো। পুলিশ সদস্যরা নিকটস্থ ফাঁড়িতে ফিরে যাবার পরেই দুটি বাড়ীতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম