দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।
বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এসএম দৌলত, শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নন্দীগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, শারিয়াকান্দির সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুরের সভাপতি শিপলু রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাধা। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ