ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে চারজনকে বিবাদী করে মামলাটি দায়ের করেছেন। তাছাড়া প্রতারণাপূর্বক ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে টাকা।
এই বিষয়ে অভিযুক্ত নাজমুল খন্দকার জানিয়েছেন, ওই নারীর অভিযোগ সত্য নয়। সে একজন প্রতারক। তার নামে থানায় কোনো মামলা হয়েছে কিনা তিনি এখনো তা জানেন না।
এদিকে শৈলকূপা থানার এসআই সম্রাট মন্ডল জানান, ওই নারীর অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি জানান, এই নিয়ে যদি আদালতের কোন নির্দেশনা আসে তবে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে শৈলকূপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, শৈলকূপা থানায় আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী নারী সম্ভবত খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকে প্রলোভনে ফেলে নির্যাতন করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশ হাতে পেয়েছি। আদালত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আমরা আসামি ধরার চেষ্টা করছি।