বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দত্তবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন ব্যাপারী ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। তারা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।
এর আগে গত মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে আহত নারী-পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে ওইদিন রাতে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। তারা ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল