নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত ইউনিয়ন রংছাতির মুন্সিপুর গ্রাম থেকে বাবু (২৪) নামের এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।
জানা গেছে, বাবু মুন্সিপুর গ্রামের মো. রাজুর মিয়ার ছেলে। ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। ছুটিতে বাড়ি এসেছিলো। মঙ্গলবার সকালে ওই গ্রামেরই পুরাতন পাড়ার একটি মেহগনি গাছের ডালে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠায়।
ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, প্রাাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম