২০২১ সালে নানা কারণে দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল। চার বছর পর আবারও শাস্তির মুখে পড়লেন তিনি। এবার ছয় মাসের জন্য জহিরকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন।
যদিও বুধবার রাতে ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পরিবর্তে ‘অব্যাহতি’ শব্দ ব্যবহার করা হয়েছে।
এতে বলা হয়, ‘অ্যাথলেট জহির রায়হানকে আপাতত ছয় মাসের জন্য জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা, তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
জহির রায়হান ৪০০ মিটারে দৌড়ে জাতীয় রেকর্ডধারী। ইভেন্টটিতে কয়েক বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী তিনি। গত বছর এশিয়ান ইনডোরে ৪০০ মিটার দৌড়ে জিতেছেন রুপা। গত মাসে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। ২০২১ সাল খেলেছেন টোকিও অলিম্পিকে।
গত ২১-২৩ মার্চ চীনে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটে বাদ পড়ার পর গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগ জহিরের বিরুদ্ধে। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্পে ঈদের পর যোগ দেননি নৌবাহিনীর এই অ্যাথলেট। ক্যাম্পে যোগদান না করে বিকেএসপিতে অবস্থানের জন্য ফেডারেশন জহির রায়হানকে শোকজও করেছিল। সেই শোকজের উত্তর দেননি দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট।
বিডি প্রতিদিন/এমআই