লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মেজবা উল আলম ভূঁইয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সেবা ও নিরাপত্তায় প্রশাসন অঙ্গীকারবদ্ধ জানিয়ে কিশোর গ্যাং ও ফিলিস্তিন ইস্যু নিয়ে সামাজিক সচেতনতা তৈরি, যে কোন অপরাধমূলক কর্মকান্ড ঘটলেই থানার দ্বারস্থ হওয়াসহ আরো শৃঙ্খলার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে দুস্কৃতকারীদের সমন্বিতভাবে রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম