ছাত্রজীবন থেকে শুরু, মাদারীপুরে ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন কারি মুহাম্মদ সুলতান। সংসারে রয়েছে অভাব-অনটন। শহরের কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরি, শিঙাড়া, আলুর চপ, বেগুনি, পিঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন তার বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা। সব খরচ বাদে প্রতি মাসে আয় করেন অর্ধ লাখ টাকা। জানা যায়, মাদারীপুর পৌর শহরের পুরাতন কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান দেন হাফেজ কারি মুহাম্মদ সুলতান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানরা বড় হওয়ার পর বেড়েছে সংসারের খরচ। মসজিদ থেকে যা সম্মানী পেতেন তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ২০১২ সালে ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ভ্রাম্যমাণ একটি মুড়ির দোকান দেন। সেখানে ভালো বিক্রি হয়। শিঙারা পিঁয়াজু, আলুর চপ, বেগুনি ও মুড়ি ভর্তা বিক্রি শুরু করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পণ্যের দাম বাড়লেও এখনো তিনি ৫ টাকা করে বিক্রি করে যাচ্ছেন এসব খাবার। খাবার বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার পরিচালনা করেন। জমানো টাকা দিয়ে হজ করেছেন তিনি ও তার স্ত্রী। সরেজমিনে দেখা যায়, বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে তার এ খাবার বিক্রি। তার দোকানে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা খাবারপ্রেমিকরা। কেউ রিকশায় বসে, কেউ পাশে দাঁড়িয়ে, কেউ আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন প্যাকেটে করে। স্থানীয়রা জানান, আজকাল ভেজাল খাবারের অভাব নেই। কিন্তু এই হুজুর যা বিক্রি করেন এগুলো ভালোমানের খাবার। তার খাবারে কোনো ভেজাল নেই। প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। অনেক সুস্বাদু খাবার। কারি মুহাম্মদ সুলতান বলেন, ‘ইমামতি করে যা পেতাম এতে সংসার চলা কঠিন হয়ে পড়েছিল। ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পুরি, শিঙাড়া বিক্রি করে ভালো টাকা লাভ হচ্ছে। এ টাকা দিয়ে মেয়েদের হাফেজ এবং কারি বানিয়েছি। ছেলেকে মাওলানা বানাইতে পারছি। আল্লাহর রহমতে এ ব্যবসায় আমার সফলতা এসেছে।’
শিরোনাম
- নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
- বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনি: এ্যানি
- পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
- হাওর ইজারা বন্ধ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ভেনেজুয়েলানদের ফেরত পাঠানো স্থগিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট
- রংপুরে কমেছে বড় কৃষকের সংখ্যা
- মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার
- আমরা ১২৯টি সুপারিশে একমত হয়েছি : হাসনাত আব্দুল্লাহ
- রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৮ শতাংশ
- হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
- ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭৯৭ মামলা
- ফিক্সিংয়ের প্রমাণ পেলে শাস্তি দেওয়া হবে : বিসিবি সভাপতি
- মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় এমপি বাহারের অফিস; জায়গা ফেরত চান মুক্তিযোদ্ধারা
- ফতুল্লায় ঈদের দিন যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
- ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল
- চীনের উপহারের হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবি
- টেস্টে নতুন কিছুর বার্তা শান্তর
- বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
মুড়ি ভর্তায় জীবনযুদ্ধ
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর