পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টিএমএসএস ঢাকা মিরপুরে প্রধান কার্যালয়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় দুস্থ-অসহায় প্রায় ১ হাজার জনের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মামুন হাসান, বিশেষ অতিথি ছিলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন, বাংলাদেশ সচিবালয় অফিসার ইনচার্জ আব্দুল কাদের, কাফরুল থানা বিএনপির সদস্য ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্ল্যাহ হাসান, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কবির হোসেন মিন্টন।
এ ছাড়া উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপদেষ্টা প্রফেসর ড. সনজন কে দাস, উপদেষ্টা মো. আব্দুস সালাম ভূঁইয়া, পরামর্শক মো. নুরুল ইসলাম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের, পরিচালক ড. ফাতেমা খাতুন (রিমা), সেক্টর প্রধান ড. নিগার সুলতানা, পরিচালক মো. আবুল বাশার ভূঁইয়া, সেক্টর প্রধান জাহিদ খান, ডোমেইন প্রধান শাকিল বিন আজাদ, যুগ্ম-পরিচালক খান সিরাজুল ইসলাম, আজীবন সদস্য অসিম কুমার ঘোষসহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও বিএনপি নেতৃবৃন্দ।
এর আগে, গত ৩০ মার্চ টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় স্থানীয় দুস্থ অসহায় ৩০ হাজার জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই