তেঁতুলিয়ায় সারাদিনের জন্য মেতে উঠেছিলো ৯৩’ সালে এসএসসি পাশ করা এই জেলার বন্ধুরা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়ে অনেকে। অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। ঈদ পুনর্মিলনীতে এসে আবার নতুন করে হলো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলা পরিষদ ডাকবাংলোতে এই মিলন মেলার আয়োজন করে তেঁতুলিয়া ব্যাচ ৯৩’। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এই আয়োজনে শতাধিক বন্ধু অংশ নেয়। এ উপলক্ষ্যে আলোচনা, স্মৃতিচারণ, দুপুরের খাবারে অংশ নেন সকলে।
আলোচনায় বন্ধুরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ঘোষণা করেন। একটি ব্যাংক একাউন্ট পরিচালনা করে প্রতিমাসে ১০০ টাকা জমা করে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ঈদে আবার একসাথে আড্ডায় মেতে উঠার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ