চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় এক লাখ ৪৭ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ১-৫ বছর বয়সী এক লাখ ৩০ হাজার ৫৬৭ শিশুকে একটি করে লাল রঙের এবং ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩৬৩ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে আগত শিশুর অভিভাবককে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দেয়া হবে।
ক্যাম্পেইন বাস্তবায়ন করতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।