দিনাজপুরের চিরিরবন্দরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী সন্ধ্যা রানী রায় নামে এক এনজিওকর্মী নিহত এবং আরেক এনজিওকর্মী সুফিকা রানী রায় আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের শাহপাড়া নামক স্থানে সৈয়দপুর-দশমাইল মহাসড়কে ঘটেছে। আহত সুফিকাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সন্ধ্যা রানী রায় (৩৫) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের প্রাণকান্তপাড়ার ব্রজেন্দ্র নাথ রায়ের স্ত্রী এবং আহত সুফিকা রানী রায় (৩৫) একই এলাকার অনিল চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় রানীরবন্দর থেকে সন্ধ্যা রানী ও সুফিকা বাইসাইকেল যোগে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সন্ধ্যা রানী মারা যান এবং সুফিকা রানী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত সুফিকাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তারা স্থানীয় সিটিএস এনজিওতে কর্মরত ছিলেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দূর্ঘটনার পর থেকে রাত পৌণে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দূরপাল্লার যাত্রীরা বিড়ম্বনার শিকার হন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম