রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী জেলা বারের শিক্ষানবীশ আনইজীবী জুয়েল মন্ডল (২৮) মারা গেছেন।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আইনজীবী জুয়েল মন্ডল জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজিমউদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম আলী সরদার।
জানা গেছে, মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা বারের কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন জুয়েল মন্ডল। বোয়ালিয়া মোড়ের ব্রিজ পার হলে, পাংশার দিকে থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় জুয়েল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হলে ফদিপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসকরা। রাত ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান আইনজীবী জুয়েল মন্ডল।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হারুন অর রশিদ জানান, সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয় জুয়েল মন্ডল। চিকিৎসাধীণ অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল