নীলফামারী পৌর প্রশাসনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় পৌর শিশুপার্ক ‘নীলাম্বরী’ নামে শিশুদের চিত্রবিনোদনের জন্য একটি পৌর শিশুপার্ক তৈরি করা হয়েছে। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কে নানা খেলাধুলার রাইডস রয়েছে। যা ঢাকা শিশু পার্কের আদলে তৈরি করা হয়েছে। ৩০ টাকায় পার্কে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়া শিশুদের রাইডস ব্যবহারে দিতে হবে ৩০ টাকা।
১৯৮৩ সালে নীলফামারী জেলায় পরিণত হলেও শিশু-কিশোরদের বিনোদনের কোনো সুব্যবস্থা ছিল না। শহরের বড় মাঠেই ছিল শিশুদের একমাত্র বিনোদন ও খেলাধুলার স্থান। দীর্ঘদিন পরে হলেও শিশুদের কথা বিবেচনা করে শিশু পার্ক স্থাপন করা হয়েছে, যা ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।
নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সারাবান তহুরা বলেন, শিশুপার্ক শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। নীলফামারীতে শিশুদের বিনোদনের পর্যাপ্ত অভাব রয়েছে। যা দীর্ঘদিনেও পূরণ হয়নি। নতুন আশা নিয়ে নীলাম্বরী পার্ক স্থাপিত হয়েছে। পার্কের দেয়াল জুড়ে আঁকা রয়েছে পশুপাখিসহ প্রকৃতির ছবি। এগুলো দেখে শিশুরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। নীলাম্বরী নামে শিশু পার্কটি শহরবাসীর চিত্ত বিনোদনের অভাব পূরণ করবে।
নীলফামরী সরকারি কলেজ শিক্ষার্থী নাফিজা আনজুম ইভা বলেন, শিশু পার্ক পেয়ে আমি অনেক খুশি। এখন বিকালে এসে শিশুপার্কে খেলাধুলা ও রাইডসে উঠতে পারবো। এতো দিন ঘরে বসে থাকতে হতো।
নীলফামারী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, পৌর প্রশাসক দায়িত্ব নেওয়ার পর অনেকে শিশুপার্ক স্থাপনের দাবি জানান। নীলফামারীর নামানুসারে শিশুপাকের্র নামকরণ করা হয়েছে নীলাম্বরী। নীলফামারীতে শিশুদের বিনোদনের পর্যাপ্ত অভাব রয়েছে। যা দীর্ঘদিনেও পূরণ হয়নি। নতুন আশা নিয়ে নীলাম্বরী পার্ক স্থাপিত হলো।
বিডি প্রতিদিন/এমআই