ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ হয়ে গেছে। মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে গতকাল সকাল থেকে রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া। জানা গেছে, প্রতিদিন আখাউড়া দিয়ে ৫০ থেকে ৭০ টন হিমায়িত মাছ ভারতে রপ্তানি হয়। ২ দশমিক ৫ মার্কিন ডলারে প্রতি কেজি রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া ও পাবদাসহ দেশি নানা প্রজাতির মাছ রপ্তানি হয়। জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।