ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের ২ ঘণ্টা পর জায়ান মোল্লা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জায়ান আলফাডাঙ্গার পাখুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফেরার পর জায়ান নিখোঁজ হয়। পরে বাড়ির পাশে একটি বাগানে বড় একটি গাছের সঙ্গে জায়ানকে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা। ওসি শাহজালাল আহমেদ জানান, জড়িতদের আইনের আওতায় আনা হবে।