কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের আহসানের মেয়ে সাদিয়া আক্তার (২১ মাস) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান হোসেন (২২ মাস)। স্থানীয়রা জানান, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান ওমানপ্রবাসী। গতকাল আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শিশু দুটি বাড়ির আঙিনায় খেলছিল। এক ফাঁকে তারা বাড়ির ফটক পার হয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী পুকুরে ভাসতে দেখেন। চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।