কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরা ও ভারতীয় মদ আটক করেছে দইখাওয়া বিওপির টহল দলের সদস্যরা। গতকাল সকালে এসব জব্দ করা হয়। বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানি মালামাল পাচারের বিষয়ে অধিনায়কের কাছে তথ্য আসে। তার ভিত্তিতে দইখাওয়ারচর বিওপির বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের ভিতরে রোলাকাটা এলাকা থেকে ১ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল মদ উদ্ধার করে। যার সিজার মূল্য ২০ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় চোরা কারবারিরা।