রাজবাড়ীর বালিয়াকান্দিতে হত্যা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলার বাদী ও সাক্ষীদের ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বাদী আবদুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই আজিজ মহাজনকে ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ১৬ অক্টোবর ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করি। বর্তমানে মামলার সব আসামি জামিনে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলার প্রধান আসামি রেজাউল করিম মহাজনসহ কয়েকজন বিচারাধীন মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। তা না করায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেজাউল, ইলিয়াস ও বাবলুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন আমার বাড়ি ঘিরে ফেলে। বিষয়টি পুলিশ সুপারকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গভীর রাতে মহড়া দিয়ে বাড়ির পাশে আমার এবং মামলার সাক্ষী মনোয়ার মহাজন, ফরিদ শেখ ও দুলার শেখের ফসল কেটে ফেলে।’ সাক্ষী মনোয়ার মহাজন জানান, তার জমিতে পেঁপে, করলা ও পুঁইশাক, রহমান মহাজনের প্রায় ৪৪ শতাংশ জমির লাউ ও মুলা, ফরিদ শেখের ৩৩ শতাংশ জমির করলা এবং দুলাল শেখের ১০ শতাংশ জমির সবজি গাছ কেটে ফেলেছে। এতে তাদের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে রেজাউল মহাজন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সপ্তাহ দুয়েক আগে সমাজের মাতুব্বর রইচের বাড়িতে মীমাংসার জন্য বসা হয়েছিল। সেখানে মামলার বাদী উপস্থিত ছিলেন না। উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ গ্রহণ করেছি।’