চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিদগ্ধের শিকার শাহনাজ বেগমের (৩৮) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার দুপুরে মারা যান তিনি। এ খবর এলাকায় পৌঁছালে রাতে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শাহনাজ বেগমের স্বামী আমিনুল খান জানান, ‘স্থানীয় সুদের কারবারি নাছিমা বেগমের সঙ্গে কয়েক মাস ধরে টাকা পরিশোধ ও স্ট্যাম্প দেওয়া না দেওয়া নিয়ে আমাদের বিরোধ চলছে। এ নিয়ে আগেও শাহনাজকে কয়েক দফা মেরেছে নাছিমা ও তার লোকজন। সবশেষ শুক্রবার রাতে শাহনাজকে পেছন থেকে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমিসহ কয়েকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বুধবার শাহনাজের মৃত্যু হয়।’ ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘অভিযুক্ত নাছিমা বেগমের ঘরে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’