কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের ১৯-এর ডি ব্লকের হাসান, সি ব্লকের এনা করিম (২৫) ও এ ব্লকের আয়াস (২১)।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্তের মণ্ডলপাড়া এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়।