প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে জাতীয় কমান্ডার সম্মেলনে সভাপতিত্ব করবেন। সরকারের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, মণিপুর হয়ে কলকাতায় আসছেন মোদি। ১৫ সেপ্টেম্বর এ কমান্ডার সম্মেলনে উপস্থিত থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানসহ তিন বাহিনীর প্রধানরা।
১৫ থেকে ১৭ সেপ্টেম্বর আয়োজিত এ সম্মেলনে যৌথ বাহিনীর ভবিষ্যৎ রণনীতি তৈরি করা হবে। সূত্র জানান, প্রধানমন্ত্রী কলকাতায় রাত্রিবাস করবেন। থাকবেন রাজভবনে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা বাহিনীর বিশাল ব্রেন স্টর্মিং অধিবেশন হবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল অমর প্রীত সিং ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ সময় উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, এ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী আসাম, মণিপুর ও মিজোরাম যাবেন। মণিপুর সহিংসতার পর এই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। মণিপুরের মুখ্যসচিব পুনীত কুমার জানিয়েছেন, ৭ হাজার ৩০০ কোটি রুপির বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে মণিপুরের চুরাচাঁদপুরে নামবেন, সেখানে সহিংসতার শিকার দুর্গত মানুষের সঙ্গে মিলিত হবেন। চুরাচাঁদপুর থেকে তিনি যাবেন মণিপুরের রাজধানী ইম্ফলে। সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি ১ হাজার ২০০ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতোমধ্যে মণিপুরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।