সিলেটে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মিলি দে (২৫)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগান এলাকার মৃত মলয় কান্তি দে’র মেয়ে। মা সঞ্চিতা দে’র সঙ্গে তিনি লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজিটুলার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে মিলির ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।