নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জাল সনদ তৈরির দায়ে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল সমবায় মার্কেটের স্কাইনেট আইটি দোকানে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, জাল সনদ তৈরি করার উপযুক্ত প্রমাণ হাতেনাতে ধরতে সক্ষম হই। এ ঘটনায় স্কাইনেট আইটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।