ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ করেছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চলাচল বন্ধ হয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকরা। স্থায়ী ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ একাধিক দাবিতে দুপুরে শিক্ষার্থীরা শহরের হাজারী রোডে বিক্ষোভ শুরু করেন। এর আগে বুধবার রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন। ১৮ আগস্ট থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। হাজারী রোডে পুলিশের বাধা ডিঙিয়ে মহাসড়কে ওঠেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।