পুলিশের চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলা, অযথা রেকার বিলের প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ পিকআপ ভ্যান মালিক-শ্রমিক সমিতির সদস্যরা। মহাড়কের নলকা ব্রিজ এলাকায় শতাধিক মালিক ও শ্রমিক গতকাল বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। জেলা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন মালিক-শ্রমিকেরা।
জেলা পিকআপ ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশ চাঁদাবাজি ও অযথা মামলা দিয়ে হয়রানি করছে চালক ও মালিকদের। মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে তারা মহাসড়কে নেমেছেন। শ্রমিকরা সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম, সাইদুল ইসলাম, রাসেদ ও টিআই আসাদ উদ্দিনকে প্রত্যাহারেও দাবি জানান।