নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রাম থেকে রবিবার সুমাইয়া (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল দুপুরে শিশুটির সৎমা শিউলি আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়। সুমাইয়া সৌদিপ্রবাসী ফয়সাল আহমদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া সৎমা শিউলি আক্তারের সঙ্গে উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকত। শনিবার তুচ্ছ ঘটনায় সৎমা শিউলি সুমাইয়াকে মারধর করেন। বিকালে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত পাওয়া যায়। প্রবাসী স্বামীর পরামর্শে তিনি শিশুটির লাশ দাফনের জন্য খানপুর নিয়ে যান। শিশুটির লাশ গোসল দেওয়ার সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। ওসি লিটন দেওয়ান বলেন শিশুটির গলায় ও কানে আঘাতের চিহ্ন থাকায় সৎমাকে গ্রেপ্তার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির দাদি সৎমাকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।